আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মর্নিং স্টার একাডেমি চরডাঙ্গা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন শনিবার(৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭ জন এবং সংরক্ষিত নারী প্রার্থী ২ জন প্রতিদন্ধিতা করেন। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন।
যারা নির্বাচিত হয়েছেন মো. বিল্লাল শেখ ৮৫ ভোট পেয়ে প্রথম। মো.মিল্টন হোসেন সিহাব ৮৪ ভোট দ্বিতীয়। মো. সরোয়ার হোসেন ডালিম ৮০ ভোট পেয়ে তৃতীয়। মো. মজিবুর রহমান ৭০ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন এবং মহিলা সংরক্ষিত নারী আসনে সেলিনা বেগম ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম মুন্নু মিয়া বলেন, ‘নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা ২ বছরের জন্য বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবেন।