ভারতে গত একদিনে প্রায় নয় লাখ করোনা পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আট লাখ ৯৯ হাজার ৮৬৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা পরীক্ষা তিন কোটি নয় লাখ ছাড়ালো।
গতদিনের পরীক্ষায় দেশটিতে নতুন করে আরও ৫৫ হাজার ৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২৭ লাখ ২ হাজার ৭৪২ জনে দাঁড়ালো।
তবে আশার খবর, দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে। এতে ভারতে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ১৮ শতাংশ।
এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় মারা গেছে ৮৭৬ জনে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৭৯৭ জন। বিশ্বে করোনা রোগী শনাক্তের হিসেবে ভারতের অবস্থান তৃতীয়। ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত ৬ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ২০ হাজারের বেশি মানুষ।
এরপরে শনাক্ত রোগীর সংখ্যায় দ্বিতীয়তে রয়েছে তামিল নাড়ু। এই রাজ্যে শনাক্ত রোগী প্রায় সাড়ে তিন লাখ। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৮৬ জনের। তালিকার তৃতীয়তে অবস্থান অন্ধ্রপ্রদেশের।
এএনআই, এনডিটিভি