![InShot_20220626_152953018](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/06/InShot_20220626_152953018-scaled.jpg)
মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে বিষধর সাপের কামড়ে জীবন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। জীবন রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।
রোববার দুপুরে রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রঘুনাথপুর গ্রামের জামির হোসেন বলেন, আজ দুপুর ১টার সময় জীবন গোয়াল ঘরের পিছনে খেলা করছিল। সেখানে তার পায়ে সাপে কামড় দেয়। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
Drop your comments: