মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় বেনাপোল ফুটবল মাঠে ৫০টি আতশবাজি ও ৫০টি ফানুস উড়িয়ে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন করেন মেয়র লিটন। এরপর রাত ৮টায় ৭১’এর কসাই নামক স্বাধীনতা বিষয়ক নাটক বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে ১ঘন্টা ৩০ মিনিট দেখানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ।
এ সকল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শার উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল আলম, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক কবিরুল হক তোতা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, উপপ্রচার সম্পাদক ডা. সাধন কুমার গোস্বামী, অর্থ বিষয়ক সম্পাদক খোদাবক্স, আওয়ামী লীগ নেতা বদিয়ার রহমান তরফদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিউটি খাতুন, নেত্রী হালিমা খাতুন, বেনাপোল পৌর আওয়ামী লীগ নেতা মোজাফফার হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাদুজ্জামান আশা, ৬ ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।