শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী সিএনজি’র ভাড়া বৃদ্ধির বিষয়ে সিএনজি সমিতির নেতৃবৃন্দর সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।টমটমের কথিত সমিতির সিদ্ধান্তে চেকার দিয়ে টাকা উঠানো বন্ধ করা হয়েছে বলে সভাকে জানানো হয়েছে।এছাড়া বানিয়াচংয়ের ঐতিহাসিক গড়ের খাল খনন কাজ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।গড়ের খালের সাথে উপখাল নালার সংযোগ স্থাপন ও অতিরিক্ত মাটি নিলাম তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাজমুল হাসান, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আহাদ মিয়া, মিজানুর রহমান খান,আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পল্লীবিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক স্মৃতি চ্যাটার্জি কাজল,ইউপি চেয়ারম্যান শেখ মিজান, মাসুদ কোরাইশী মক্কী, এরশাদ আলী, সাদিকুর রহমান,ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান প্রমুখ।