প্রেসক্লাবকে বিএনপি রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। প্রেসক্লাবের ভেতরে যে রাজনৈতিক সমাবেশ করছে তা অবৈধ ও অগ্রহণযোগ্য বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে বাসভবনে ওবায়দুল কাদের বলেন, ৯০ এর পটভূমি আর ২০২১ এর পটভূমি এক নয়, তাই গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে বিএনপি। ইউপি নির্বাচনে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন অনেকে। যারা এ ধরনের অনিয়মের সাথে জড়িত তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রিন্টিং এর জন্য প্রায় সাড়ে বার লাখ ড্রাইভিংলাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী ৬ মাসের মধ্যে এ সকল ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কাজ শেষ হবে। গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটিএসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।