দক্ষিণ আফ্রিকায় খুন হওয়া বাংলদেশির লাশ মর্গ থেকে বের করে জানাজা ও দাফনের ব্যবস্থা করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেপ টাউন শাখা।
গতকাল সোমবার (২৬ অক্টোবর) লাশ মর্গে থেকে বের করে নিহতের পরিবারের অনুমতি ক্রমে কেপ টাউন বাংলা মাদ্রাসার কবরস্থানে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সাউথ আফ্রিকা শাখার সমন্বয়ক সাইফুল ইসলা হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সার্বিক সহযোগিতায় ছিলেন সমন্বয়ক নুরু আলম, সাইফুল ইসলাম, আদর খান, মোঃ হাসান, কুমালাঙ্গা সিটি সমন্বয়ক মোঃ নাজমুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, ৯ অক্টোবর খুন হোন আল আমিন। খুনিরা লাশ বালির নিচে চাপা দিয়ে চলে যায়। লাশ দুই দিন বালির নিচে থাকার পর ১২ অক্টোবর স্থানীয় প্রশাসন লাশ উদ্ধার করে।