কিছুদিনের মধ্যেই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।
রোববার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
আগামী নির্বাচনে কী প্রক্রিয়ায় এগুচ্ছে আওয়ামী লীগ, তা ইউই প্রতিনিধিরা জানতে চেয়েছেন উল্লেখ করে ফারুক খান বলেন, আমরা জানিয়েছি, কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তারাই নির্বাচন পরিচালনা করবে।
বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ছোট পরিসরে ‘এক্সপার্ট গ্রুপ’ পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেও জানান তিনি।
আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেড় ঘণ্টা বৈঠক করে। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানান ফারুক খান।