কখনও,কখনও আপনি স্বপ্নে ভেবে থাকবেন যে বিমান সফরে আপনি একা পুরো একটা প্লেনে উড়ে যাচ্ছেন আপনার গন্তব্যে৷
আবার কখনও ভাবেন আপনার ইকনমি ক্লাসের টিকিটটা যদি বিজনেস ক্লাসে করে দেওয়া হত!
কিন্তু এগুলোর কোনটাই আপনার সঙ্গে হয় না৷
কিন্তু এরচেয়েও বড় একটা ঘটনা ঘটে গেল মুম্বইয়ের এক ব্যক্তির সঙ্গে৷
নামমাত্র ভাড়ায় মুম্বই থেকে দুবাই যাওয়ার প্লেনের টিকিট কেটেছিলেন তিনি৷ ১৮ হাজার টাকার টিকিটের বিনিময়ে তিনি প্লেনে উঠে দেখেন ৩৬০ সিটের বোয়িং বিমানে তিনি একাই সফর করছেন! তাও আবার এমিরেটসের বিমানে৷
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ি এই মুহুর্তে মুম্বাই থেকে দুবাই কম যাত্রী গেলেও দুবাই থেকে ভালো সংখ্যক যাত্রী নিয়মিত মুম্বই আসেন৷
সেই কথা মাথায় রেখেই এসছিলো ফ্লাইটটি এবং সেই যাত্রীকে নিয়েই গোটা একটি প্লেন উড়িয়ে দুবাই গেছে এমিরেটসের ফ্লাইট৷ মুম্বই থেকে দুবাই যদি কোনও চ্যাটার্ড ফ্লাইট যায় তাহলে তার ভাড়া হয় ৭০ লক্ষ টাকা৷