আজিজুর রহমান দুলালঃ মাস্ক না থাকায় এবং জড়ো হয়ে আড্ডা দেওয়ায় লকডাউন অমান্য করার দায়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থান থেকে১২ জনকে আটক করে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রে)তৌহিদ এলাহী।
করোনা নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে আটক করে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই দন্ড করা হয়।
৭ জুলাই (বুধবার) বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো ওয়াহিদুজ্জামান, থানার এস আই ইউনুস আলী শেখসহ আলফাডাঙ্গা থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানায়, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করলে সামনের দিনগুলোতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।