September 22, 2023, 3:48 am

আলফাডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা

  • Last update: Thursday, March 2, 2023

আজিজুর রহমান দুলালঃ ‘”ভোটার হব নিয়ম মেনে,ভোট দেবো যোগ্য জনে”এই প্রতিপাদ্যকে সমনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জাতীয় ভোটার দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাচন কমিশন শামীম আহমেদ।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবস ২০২৩ উপলক্ষে ৫ম বারের মতো পালিত হলো এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। র‍্যালি শেষে উপজেলা মিনি হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Advertisements

নির্বাচন কমিশনার শামীম আহমেদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ আলী আকসাদ ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতিকনা বিশ্বাস,এটিও আবু বক্কর সিদ্দিক।

উপজেলা নির্বাচন কমিশনার শামীম আহমেদ বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পর এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC