আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ গত দু দিন থেকে আমিরাতের বেশ কয়েকটি অঞ্চলে হলুদ বালি এবং ধুলোর ঝড়ের প্রভাব দেখা দিয়েছে। আবুধাবি, দুবাই ছাড়াও হলুদ বালির এই ঝড় ছড়িয়ে পড়ে শারজাহ ফুজিরাতেও।
দেশটির আবহাওয়া অফিস আজ সোমবার (৩ মে) ধূলিঝড়ের পূর্বাভাস এবং সর্তক সংকেত দেয়। ধুলো ঝড় আগামী দু দিন পর্যন্ত থাকতে পারে। এছাড়া আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
দেশটির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জনগণকে বিশেষ করে গাড়ি চালকদের সতর্কতার সহিত গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে।
Drop your comments: