বিভিন্ন সময় বিতর্কিত কাজ করে সমালোচনার মুখে পড়তে হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটের হার্ট হিটার ব্যাটসম্যান ক্রিস গেইলকে। এবার করোনা মধ্যে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েছেন ক্যারিবিয়ান তারকা ও কিংস এলিভেন পাঞ্জাবের হার্ডহিটার ক্রিস গেইল।
সম্প্রতি একটি ফটোশুট্যের ছবি পোস্ট করে গেইল লিখেন, ‘ক্রিস গেইল এখানে কি করছেন? আমি (গেইল): সে যা ইচ্ছে করছে তাই করছে! #কিংগেইল #ইউনিভার্সবস # ৪০শেডসঅবগেইল #মাইদুবাই
আর তার এই ছবির নিচে আইপিএল ফ্যানরা শুরু করেন তার সমালোচনা। করোনার কারণে যেখানে সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী থাকতে বলা হচ্ছে সেখানে গেইলের এমন আচরণ যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন আইপিএল ভক্তরা।
শুক্রবার চেন্নাই সুপার কিংসের কিছু সদস্য করোনা পজিটিভ আসার পর এ নিয়ে সমালোচনা আরও হালে পানি পায়। তবে ভক্তরা তাকে সামাজিক দূরত্ব মেনে নিরাপদে থাকতে বললেও তা যেন গায়েই মাখছেন না এই ক্যারিবিয়ান তারকা।