আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্য আনাতোলিয়া অঞ্চলের নিগদে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী কেন্দ্র কানদিলি জানায়।
ইউরোপিয়ান-মেডিটারিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। খবর রয়টার্স’র।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে ধসে পড়া কিংবা মারাত্মক রকমে ক্ষতিগ্রস্ত হওয়া ভবনের সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি।
সেই ক্ষত কাটিয়ে না উঠতেই দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ২০ ফেব্রুয়ারি রাত ৮টা ৪ মিনিটে আবার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৩২টি আফটার শকে কেঁপে ওঠে তুরস্কের ওই অঞ্চল।