লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আবু তালহা (১৩)। মঙ্গলবার (১৩ জুন) ১১৬ দেশের প্রতিযোগীর মধ্যে এ সাফল্য অর্জন করেন তিনি। তালহার বাড়ি সিলেটে।
প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেগুলো হলো- পূর্ণ কোরআন হিফজ, পূর্ণ কোরআন হিফজসহ তাফসির ও দশ কিরাত হিফজ বিভাগ।
পূর্ণ কোরআন হিফজ:
প্রথম পুরস্কার: সোহাইব মুহাম্মদ আবদুল করীম (লিবিয়া)- ৫০ হাজার ডলার।
দ্বিতীয় পুরস্কার: আবু তালহা আবদুল খালেক (বাংলাদেশ)- ৪০ হাজার ডলার।
তৃতীয় পুরস্কার: আবদুল আজিজ বিন মুনীর বিন সোলাইমান (ওমান)- ৩০ হাজার ডলার।
চতুর্থ পুরস্কার: আহমাদ জারুল্লাহ আবদুর রহমান (ইরাক)- ২০ হাজার ডলার।
পঞ্চম পুরস্কার: আবদুল আলীম আবদুর রহীম (কেনিয়া)- ১০ হাজার ডলার।
পূর্ণ কোরআন হিফজসহ তাফসির:
প্রথম পুরস্কার: আবদুস সালাম ফাতহী আল আমরুনী (লিবিয়া)- ৫০ হাজার ডলার।
দ্বিতীয় পুরস্কার: আবদুল ওয়াহহাব কাসেম আহমাদ (সোমালিয়া)- ৪০ হাজার ডলার।
তৃতীয় পুরস্কার: ওমর আহমাদ নূরী হাসান (সিরিয়া)- ৩০ হাজার ডলার।
চতুর্থ পুরস্কার: আবদুল মাজীদ মুজাহিদ আলী (ইয়েমেন)- ২০ হাজার ডলার।
পঞ্চম পুরস্কার: বোরহান আল ইয়াদান রহিমুফ (রাশিয়া)- ১০ হাজার ডলার।
দশ কিরাত হিফজ:
প্রথম পুরস্কার: ইদয়ান শেহজাদ রহমান (আমেরিকা)- ৫০ হাজার ডলার।
দ্বিতীয় পুরস্কার: হোসাইন মুহাম্মদ নূর (কেনিয়া)- ৪০ হাজার ডলার।
তৃতীয় পুরস্কার: ইউসুফ ইসহাক ইবরাহীম (নাইজেরিয়া)- ৩০ হাজার ডলার।
প্রসঙ্গত, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের পক্ষে প্রেরিত প্রতিনিধি ও সংস্থার কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধাসহ বিজয়ী হাফেজ আবু তালহা অতিথিদের কাছ থেকে নগদ অর্থসহ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী