মো. রাসেল ইসলাম: যশোর কোতয়ালী মডেল থানাধীন ধোপাপাড়া এলাকা থেকে ৯শ’ পিচ ইয়াবা ও ভারতীয় ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
বুধবার (২৫ আগষ্ট) বিকালে ধোপাপাড়া চামড়ার হাটের পিছন থেকে এসব মাদক সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের মৃত বক্তার খাঁর ছেলে মো. মনির খাঁ (৫২), সাতক্ষীরা তালা থানার আবুল কালাম বাবুর ছেলে মো. আব্দুল্লাহ আল-মামুন (২০) ও যশোর ধোপাপাড়া রামনগর গ্রামের মৃত আব্দুল রহমানের স্ত্রী সেলিনা বেগম (৬০)।
যশোর র্যাব-৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।