এম আই সুমন,ইবি প্রতিনিধি :
বিজয় দিবস উপলক্ষে ৭১’র শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী “ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব।”
আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’য় পুষ্পার্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে প্রগতিশীল সংগঠনটি।
ইবি প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুম, সহ-সভাপতি এ আর রাশেদ ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলামসহ এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব, কার্যনির্বাহী সদস্য মুনজুরুল ইসলাম নাহিদ, আদিল সরকার প্রমুখ।
দিবসটি উপলক্ষে এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ও হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
পরবর্তীতে ৭১’র মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।
পর্যায়ক্রমে ‘মুক্তবাংলা’য় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, হল, অনুষদ, বিভাগ, বিভিন্ন পরিষদ, ছাত্র-সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ।
সবশেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।