![InShot_20230531_184434180](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/05/InShot_20230531_184434180.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল-চিৎলিয়া এলাকা থেকে ৩টি ছাগল চুরি করে সিএনজি চালিত অটো রিক্সা যোগে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে ৪ চোর।
বুধবার (৩১ মে) দুপুর বেলা ২টায় ছলিমগঞ্জ-ভানুগাছ সড়কের শ্রীনাথপুর এলাকা থেকে আটক করে। পরে তাদের কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত চোরেরা হচ্ছে- রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের ছালামত মিয়ার ছেলে লিক্সন মিয়া (২৫), গড়গাঁও গ্রামের ফজলুল হকের ছেলে শাবলু মিয়া (৩২), কামারচা গ্রামের আলকাছ মিয়ার ছেলে আল আমিন (২৬) ও ডেফলউড়া গ্রামের সিরাজ আহমদের ছেলে বেলাল আহমদ (১৬)।
এ সময় তাদের কাছ থেকে ৩টি ছাগল, ১টি সিএনজি চালিতঅটোরিক্সা, ১টি ছোরা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।