সৌদি কর্তৃপক্ষ কর্তৃক হোটেল কোয়ারেন্টিন সহ বিভিন্ন শর্ত আরোপ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদিআরবগামী সকল ফ্লাইট আগামী ২০ মে হতে ২৪ মে ২০২১ তারিখ পর্যন্ত পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বাংলাদেশ বিমানের জনসংযোগের উপ-মহাব্যবস্থাপক তাহের খন্দকার জানান, বর্নিত সময়ে ভ্রমণের বুকিংকৃত সকল যাত্রীগনকে তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন্য নিকটবর্তী যেকোনো বিমান অফিস করতে হবে।
বিমান কল সেন্টার : 01990997997
Drop your comments: