তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন এর কালেঙ্গার জসিম মিয়া ৩০) নামে যুবক হিন্দুধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কৃষ্ণ নিয়ে বাজে কটুক্তি করায় ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পিতবার দিবাগত রাতে উপজেলার কালেঙ্গা এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।
জসীম মিয়া কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়,জসীম সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান জন্মাষ্টমীকে উপলক্ষ করে কিছু বাজে মন্তব্য লিখে তার ফেইসবুক আইডি থেকে প্রচার করে। বিষয়টি পুলিশ সুপার এর নির্দেশে উক্ত জসীমকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তার আইডি সহ বিস্তারিত অনুসন্ধান করে যথাযথ পদক্ষেপ নেওয়া হইবে।
আটককৃত জসিম মিয়ার ফেসবুক আইডি থেকে আরো বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রী দীপু মনিকে নিয়ে ও বাজে মন্তব্য করা পোস্ট করা এমন চিত্র ফুটে উঠেছে।
সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবিনয়ে অনুরোধ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।