![InShot_20220213_193429724](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/02/InShot_20220213_193429724-scaled.jpg)
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ভবিষ্যদ্বাণী করেছেন, হিজাবপরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।
হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি তার টুইটার অ্যাকাউন্টে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তাকে এই ভবিষ্যদ্বাণী করতে শোনা যায়।
আসাদউদ্দিন ওয়াইসির শেয়ার করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, হিজাব পরা নারীরা ডাক্তার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ব্যবসায়ী হবে। আমি হয়তো এগুলো দেখে যেতে পারব না, তবে একদিন হিজাব পরা নারী এই দেশের প্রধানমন্ত্রী হবেন।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে আসাদউদ্দিন ওআইসি হিজাব পরিধান করে কলেজে গিয়ে হেনস্তার মুখে সাহসী ভূমিকা রাখা মুসকানের সমর্থনে কথা বলেন।
তিনি জানান, তার নিজের ওপর হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র প্রস্তাব করা ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা তিনি প্রত্যাখান করেছেন। কারণ, মুসলিম কিশোরী মুসকানের ওপর হামলার মানে- তার নিজের ওপরেও হামলা।