
নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার চরকিং ইউনিয়নের খাসের বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা আগুন লাগার দৃশ্য দেখতে পান। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি চায়ের দোকানে কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন স্থানীয়রা।
খাসের হাটবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা ছায়েদল হক জানান, অগ্নিকাণ্ডে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে মুদি দোকান একটি, কসমেটিকস দোকান একটি, চা দোকান একটি, হার্ডওয়্যার দোকান দুটি, টিনের দোকান একটি ও পান দোকান একটি। এসব দোকানের কোনো মালামাল রক্ষা করা যায়নি। সব পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে হাতিয়া ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ হারুনুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার পর কয়েকটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।