হাটহাজারীতে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চারিয়া উচ্চ বিদ্যালয়, চাউবি’র প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ৩টায় ওই বিদ্যালয়ের হলরুমে চাউবি’র প্রাক্তন শিক্ষার্থী ১৯৯৭ ব্যাচের মো: শহিদুল্লাহ’র সভাপতিত্বে ২০০০ ব্যাচের মো: মহসিন ও ২০০৭ ব্যাচের মো: নজরুল ইসলাম নাদিমের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ১৯৯৩ সনের ১ম ব্যাচ প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ২০২৪ তম ব্যাচের শিক্ষার্থীরা।
উপস্থিত সকলের সম্মতিক্রমে চাউবি’র প্রাক্তন শিক্ষার্থী ১৯৯৭ ব্যাচের মো. ফৌজুল কবিরকে আহবায়ক এবং ২০০৬ ব্যাচের মো. শাহাদাত হোসাইনকে সদস্য সচিব নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিদ্যালয় নিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরমধ্যে শীঘ্রই প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয় করে বিদ্যালয়ের তিন দশক পূর্তি উদ্যাপন, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন নিশ্চিত করার মাধ্যমে চারিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষারমান ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যাশা তুলে ধরেন। বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৪ তম ব্যাচ পর্যন্ত সকল প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের নিয়ে চাউবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আওতাধীন করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব।