
হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল সিটিস্থ চায়না ক্লাস্টারে পাক জালমী রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক সিআইপি জসিম উদ্দিন তালুকদার।
সংগঠনটির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ ওসমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন
হাফেজ হেদায়েত উল্লাহর পবিত্র কোরআন তেলায়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে যুগ্ম আহ্বায়ক এনামুল হক ফোরকান।
এতে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম মোদাচ্ছের শাহ,তৌহিদুল আলম জিলানী,মুহাম্মদ আজম,
যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, দিদারুল আলম,বাবু উত্তম কুমার দে,যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দীন খোকন,সিআইপি সজিব, সিনিয়র সদস্য মুহাম্মদ শাহাজাহান,মুহাম্মদ আজম উদ্দিন, মোহাম্মদ মোরশেদ আলম ,নেজাম উদ্দিনসহ আরোও অনেকেই
দুবাইয়ে সদস্য সংগ্রহ কার্মক্রমের অংশ হিসেবে মোহাম্মদ শাহাজান এর সদস্য ফরম সংগ্রহের মধ্যেদিয়ে বিভিন্ন এরিয়া থেকে আগত হাটহাজারীর ১৫০জন প্রবাসের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন
যুগ্ম আহ্বায়ক মাওলানা নাছির উদ্দিন।