উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন হাটহাজারী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি উৎযাপন সম্পন্ন হয়েছে।
রক্তের ফেরিওয়ালাদের এ অনুষ্ঠান শুক্রবার (২৯ জানুয়ারি) হাটহাজারী হোটেল জামান হলে- বেলা ৩টায় শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে হাটহাজারী ব্লাড ব্যাংকের এডমিন মোহাম্মদ এমদাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডমিন হাফেজ মোহাম্মদ ছানাউল্লাহ, হাটহাজারী ব্লাড ব্যাংকের এডমিন জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ফিল্ড হসপিটালের প্রধান উদ্যোক্তা ডাঃ বিদুৎ বড়ুয়া- উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান – শামীমা আফরিন মুক্তা।
বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান -সৈয়দ মোরশেদ হোসেন হাটহাজারী আধুনিক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দিন খান হাটহাজারীর আলিফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন বাবুল এশিয়ান স্পেশালিষ্ট হাসপাতালের চেয়ারম্যান লায়ন মুহাম্মদ সালাউদ্দিন আল আরাফাহ ইসলামি ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া বাচ্ছু- রাউজান শাখা ন্যাশনাল লাইফ ইনসুরেন্স এর জোন প্রধান-আবুল কাশেম হিরু
ড. ইব্রাহিম কমিউনিটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ওজাইর আহমদ হামিদী,এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিক সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, “রক্তের প্রয়োজনে মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহুর্তে মানবতার সাম্পান নিয়ে হাজির হয় ‘হাটহাজারী ব্লাড ব্যাংক।তারা রক্ত দান করার পাশাপাশি সমাজের মানুষের মধ্য থেকে রক্তদাতা তৈরি করতে মানুষকে উৎসাহিত করে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকান্ডে হাটহাজারী ব্লাড ব্যাংক বিভিন্ন ভাবে সহযোগিতা করছে। ”
“ধর্ম বর্ণ নির্বিশেষে, রক্ত দিন হেসে হেসে”
হাটহাজারী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূ্র্তি উৎসব অনুষ্ঠানে কার্যক্রমের ১ম পর্বে বাস স্টেশন থেকে র্যালি বের করা হয়, ২য় পর্বে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের স্বাগত বক্তব্য এবং ৩য় পর্বে ম্যাগাজিন ও ক্যালেন্ডার উন্মোচন ও আলোচনার পরিশেষে কেক কাটা হয়।
পরে, উপস্থিত অতিথিবৃন্দের ১৪ জনকে ক্রেষ্ট ও
৩৫টি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।