পুলিশি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন হ্যারি ম্যাগুয়্যার। কী কাণ্ড, কী বিপত্তি! পুরোনো মৌসুমের যাবতীয় শারীরিক ও মানসিক অবসাদ ঝেড়ে-মুছে নতুন উদ্যমে নতুন মৌসুম শুরু করবেন বলে ছুটি কাটাতে গিয়েছেন গ্রিসের অবকাশ যাপন কেন্দ্র মাইকোনোস দ্বীপে। সেখানেই কিনা ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ও ইংল্যান্ড ডিফেন্ডারের হাতে উঠলো পুলিশের হাতকড়া, দুটো রাত কাটলো হাজতের অন্ধকার ঘরে!
সাইরোসের আদালত থেকে আজ সকালের দিকে ম্যাগুয়্যারকে মুক্তভাবে হেঁটে আসতে দেখা যায়। দুদিন কারাবাসের পর আজ আদালতে শুনানি শেষে জামিন পেয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম বলছে তার বিচার আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।
আদালতের বাইরে এসে আইনজীবী কনস্তানিনোস দারিভাস সাংবাদিকদের বলেছেন, আপাতত ম্যাগুয়্যার মুক্ত, ইংল্যান্ডে যাওয়ার অনুমতিও পেয়েছেন। তবে আবার তাকে মাইকোনোসে ফিরতে হতে পারে ক্ষমা চাওয়ার জন্য। গ্রিক ক্রীড়া ওয়েবসাইট গাজেত্তা ডট জিআর ওই আইনজীবীকে উদ্ধৃত করে জানিয়েছে, ম্যাগুয়্যার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ভালো আছেন। এদিকে গ্রিসের টিভি চ্যানেল মেগার খবর ছেলের পাশে দাঁড়াতে ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন ম্যাগুয়্যারের বাবা।
ম্যাগুয়্যারের বিরুদ্ধে পুলিশের অভিযোগ যখন পাঁচজন পুলিশ মিলে তাকে মাটিতে ধরে থামাতে যান, তিনি তাদের ওপর হামলা করেন। বলশালী ম্যাগুয়্যার দুজন পুলিশ কর্মকর্তাকে লাথি ও ঘুষি মারেন। তারা মুখে চোট পান। ম্যাগুয়্যারের সঙ্গে গ্রেফতার করা হয় আরও দুজনকে। ধারণা করা হচ্ছে যে এরা তার সহখেলোয়াড়। এই তিনজনের একজন, যিনি কিনা সপ্তাহে ১ লাখ ৯০ হাজার পাউন্ড আয় করেন, ঘুষ সেধেছেন পুলিশকে। কে তিনি, পুলিশ স্পষ্ট করেনি।
কিন্তু বৃহস্পতিবার মাইকোনোস দ্বীপের বারে কী নিয়ে ঝামেলা হয়েছিলে ম্যাগুয়্যারের সঙ্গে? প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একদল লোক, তারাও ইংলিশ, ম্যাগুয়্যারকে দেখে তার নামে চিৎকার করতে থাকে প্রথমে। ৮৫ মিলিয়ন পাউন্ড দামি ফুটবলার তাতে কিছু মনে করেননি। কিন্তু হঠাৎই তারা উত্তেজিত ভঙ্গিতে বারে ঢুকে ইংরেজি ‘এফ’ বর্গীয় শব্দ ব্যবহার করে ( ফা….) গালি দিতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যাগুয়্যারকে। তখন আর সন্দেহ থাকে না যে ওরা প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক। দুই দলের মধ্যে শুরু হয় মারামারি ও ধস্তাধস্তি। লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরইমধ্যে ম্যাগুয়ারের ছোট বোন ডেইজির হাতে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়। ম্যাগুয়্যার দাবি করেন, তিনি সেই মুহূর্ত বোনকে বাঁচাতে বেপরোয়া ছিলেন।