হরতালের সমর্থনে রাজধানীর গুলশান, উত্তরা, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান এলাকায় মিছিল বের করে জামায়াত। কিছুক্ষণ পরেই মিছিলটি শেষ হয়ে যায়।
এছাড়া উত্তরা, বিমানবন্দর, রূপনগরসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করে দলটির সমর্থকরা। শনিবার (২৮ অক্টোবর) সমাবেশ শেষে বিবৃতি দিয়ে হরতালের ডাক দেয় জামায়াত।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি তার বিবৃতিতে বলেন, সমাবেশে বাঁধা প্রদান ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তারা।
Drop your comments: