শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি উল্টে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম ফয়জুর রহমান ফজু(৩২)। সে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের মিয়াখানী গ্রামের ডাক্তার বাড়ীর মৃত ময়না মিয়ার পুত্র। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ঢালিমহল্লা এলাকার সড়কে দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ফয়জুর রহমান সিএনজি অটোরিকশায় করে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাচ্চিলেন।দূর্ঘটনাস্থলে সিএনজিটি পৌছলে মাঝ রাস্তায় উল্টে যায়। এ সময় সহযাত্রীরা গুরুতর আহত হলেও ফয়জুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত ব্যাক্তি ২ সন্তানের জনক। গত ১৫ দিন পূর্বে নিহত ব্যাক্তির বাবা মারা গেছেন।
বানিয়াচং বক্সিং একাডেমির পরিচালক জুয়েল রহমান জানান,তিনি সম্পর্কে আমার মামা হন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তার দুটি অবুঝ সন্তান রয়েছে। মাত্র ১৫ দিন পূর্বে তার বাবার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকার মানুষ খুবই কষ্ট পেয়েছেন।