হবিগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
বুধবার (২২ ডিসেম্বর) হবিগঞ্জে বিএনপির নির্ধারিত সমাবেশে নগরের শায়েস্তানগর এলাকায় মিছিল নিয়ে যাওয়ার সময় সমর্থকদের সাথে এ সংঘর্ষের সূচনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দিয়েছিলো বিএনপি। সেই সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে হবিগঞ্জে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সেই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় সমর্থক ও নেতাকর্মীদের মুখোমুখি হয় পুলিশের সাথে। ওই সময় পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা গড়ায় সংঘর্ষে।
ত্রিমুখী ওই সংঘর্ষে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে সমর্থকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সংঘর্ষের পর বিএনপির নির্ধারিত সমাবেশটি বাতিল করা হয়।