![InShot_20220822_155928623](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/08/InShot_20220822_155928623-scaled.jpg)
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পৌঁঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশে সেখানে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।
সবশেষ ১১ জুন বিএনপি চেয়ারপারসনের হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি রিং বসানো হয়েছিল। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।