নিজস্ব প্রতিবেদকঃ জীবাণুনাশক স্প্রে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলো আমিরাত সরকার। এর মধ্যদিয়ে নাগরিকদের চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) এক ঘোষণায় বলা হয় দেশটিতে চলতি জীবাণুনাশক স্প্রে কর্মসূচির কারণে রাত দুবাইয়ে রাত ১১ টা থেকে সকাল ৬ টা ও অন্যান্য স্টেটের ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাহিরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। কাল থেকে দেশটিতে বসবাসরত সকল নাগরিকের বাহিরে চলাচলের উপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।
তবে সামাজিক দুরত্ব ও মাস্ক ব্যবহার করে সবাইকে চলাচলের আহ্বান জানানো হয়। মাস্ক ব্যবহার না করলে কিংবা আমিরাতের নির্দিষ্ট করোনা কালীন আইন অমান্য করলে জেল ও জরিমানা মুখোমুখি হতে হবে।
Drop your comments: