বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসেও দেশ স্বাধীনের উদ্দেশ্য কতোটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর জুরাইনে বিজয় সমাবেশ ও পতাকা মিছিলে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় জি এম কাদের বলেন, পাকিস্তানের বৈষম্য ও শোষণ থেকে মুক্তি পেতে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করা হয়েছিলো। কিন্তু এখনও বৈষম্য দূর হয়নি। ১৯৯০ সালের পর থেকে দলীয়করণের মাধ্যমে সবাই সুযোগ সুবিধা পেয়ে আসছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি এই সংস্কৃতির পরিবর্তন চায় বলে জানান কাদের। অভিযোগ করেন, স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচনে জাপা প্রার্থীদের ওপর নিপীড়ন চালানো হয়েছে।
জি এম কাদের আরও বলেন, এক শ্রেণির মানুষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে; অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনমানুষের জীবন অতিষ্ঠ। জাতীয় পার্টি দলীয় স্বার্থের রাজনীতি করে না বলেও মন্তব্য করেন তিনি।