জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি: স্পেনের রাজধানী মাদ্রিদে নরসিংদী জেলার আলোকবালী ইউনিয়ন কতৃক আয়োজিত নরসিংদী শহরের সাথে সংযোগ রক্ষাকারী সেতু নির্মাণ ও স্বাভাবিক নৌযান চলাচলে বাধা সৃষ্টিকারী কচুরিপানা অপসারণের দাবিতে এলাকাবাসীর ভিক্ষুক মিছিল ও মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে গেল সোমবার রাতে বাংলাদেশী অধ্যুষিত এলাকা প্লাসা লাভাপিএসএ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
মাদ্রিদের বিশিষ্ট ব্যবসায়ী ,নরসিংদী ওয়েলপেয়ার সোসাইটি ইন স্পেনের সভাপতি আল আমিন মিয়ার নেতৃত্বে এতে অংশ নেন নরসিংদী জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ মাদ্রিদে অবস্থানরত অসংখ্য প্রবাসী বৃন্দ ।
মানববন্ধন শেষে আল আমিন মিয়া তার বক্তব্যে বলেন, আমি একজন স্পেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, প্রবাসী নরসিংদী বাসীদের কে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানীয় এমপি , মন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি আলোকবালী ইউনিয়নের সাথে নরসিংদীর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে দিয়ে , দ্রুত একটি সেতু নির্মাণ করে দেওয়ার জন্য। এতে করে আলোকবালী ইউনিয়নভাষী বিভিন্ন প্রকারের সমস্যা থেকে মুক্তি পাবে।