যশোরে বউয়ের পরকীয়ার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহারুল ইসলাম নামে এক প্রবাসী মারা গেছে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে আরব আমিরাত থেকে নিহতের লাশ বাড়িতে এসে পৌছায়। এর ১৪ দিন আগে আরব আমিরাতে মারা যান তিনি।
নিহত শাহারুল ইসলাম, যশোরের মনিরামপুর উপজেলার সু-বলকাটি গ্রামের বাসিন্দা।
নিহতের বাবা ও প্রতিবেশীরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৮ বছর আগে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। বিদেশ থাকা অবস্থায় সম্প্রতি জানতে পারেন তার স্ত্রী সুমাইয়া পরকীয়ায় জড়িয়েছেন। এই খবর পাওয়ার পর হার্ট-অ্যাটাক করেন তিনি। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহারুল ইসলাম।
এদিকে মঙ্গলবার (১ জুন) সকালে নিহতের বাড়িতে মরদেহ পৌঁছায়। এ সময় আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে দুপুরে তার জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
উৎসঃ RTV