করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দায় কারফিউ ও লকডাউনের কারণে আটকে পড়া আরও ৪১৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার রাত সোয়া ১০টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসব বাংলাদেশির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তাকে উদ্বৃতি দিয়ে বাসস জানায়, জেদ্দা থেকে আসা এসব যাত্রী হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন। তবে আগত বাংলাদেশিদের প্রত্যেককে ১৪ দিন করে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
Drop your comments: