বুকভরা আশা নিয়ে পরিবারের সুখ ও আর্থিক সচ্ছলতার জন্য ফেনীর দাগনভূঞার আবদুল কাদের জিলানী প্রকাশ মোহন (২১) তিন দিন আগে সৌদি আরবে গমন করেন।
মদিনা বিমানবন্দরে নেমে কর্মস্থল ইয়াম্বু যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। পরিবারের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।
নিহত মোহন উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের খায়েজ আহাম্মদ চৌধুরীর ছেলে।
মোহনের বাবা জানান, ১৫ আগস্ট ভোর ৬টার ফ্লাইটে সৌদি আরবের মদিনায় পৌঁছে মোহন। সেখান থেকে ওই দিন সৌদি আরবের মদিনা শহর থেকে ইয়াম্বু যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আব্দুল কাদের জিলানী মোহন চার ভাইবোনের মধ্যে সবার বড়। পরিবারের স্বপ্নপূরণ করতে প্রবাসে গেছে।
মোহনের পিতা খায়েজ আহমদ চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে যুগান্তরকে জানান, যে স্বপ্ন নিয়ে অভাবগ্রস্ত পরিবারের সচ্ছলতার আশায় ছেলেকে প্রবাসে পাঠালাম তা এখন গুড়েবালি। এখন ছেলেটার লাশ যেন বাংলাদেশে এনে কবরস্থ করা যায় সেই দাবি করছি।