![InShot_20230614_182522290](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/06/InShot_20230614_182522290-scaled.jpg)
সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের মনোনীত জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়াকে দুর্বৃত্তরা গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান। পরে জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ব্যানারে দ্রুত সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ মদনপুর-আড়াইহাজার সড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় নেতাকর্মী ও ইউপি সদস্যরা। বুধবার বিকেলে জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়া জানান, গত মঙ্গলবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নয়াপুর শাখায় কাজ শেষে গাড়িতে উঠার জন্য রাস্তায় অবস্থান নেই। এসময় তিনটি মোটরসাইকের যোগে ৬ জন যুবক আসেন এবং আমাকে এশটি মোটরসাইকেল থেকে ৫ রাউন্ড গুলি ছুড়ে আমাকে হত্যার চেষ্টা করে। এসময় দৌড় দেওয়ার কারনে প্রাণে বেচে যাই। এ ঘটনাটি জেলা পুলিশ সুপার ও জেলা আওয়ামীলীগে নেতাকর্মীদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পরেও এখনও কোন আসামি ধরতে পারেনি পুলিশ। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।