সোলায়মান হাসান: নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার আওতাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বদলি হয়ে, কিশোরগঞ্জে পোস্টিং হয়েছে।১ই সেপ্টেম্বর বিকেলে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। চাকুরীর ধারাবাহিক বদলি বলে জানিয়েছেন তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ
জাকির রাব্বানী।
তিনি নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা আওতাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছেন বলে জানিয়েছে জনসাধারণ। স্থানীয় তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র পাশের বাসিন্দা রাজু জানান, স্যার খোব ভালো মানুষ ছিলেন, স্যারের মোত ভালো মোনের মানুষ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ হিসেবে আর কাউকে পাবো কিনা জানিনা। জুয়া, মাদক ব্যবসা, চুর – ডাকাতি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ইভটিজিং স্যার থাকাকালীন অনেকটাই কম ছিল।