দেশ-বিদেশে সাড়া জাগানো পিএইচপি কুরআনের আলো-২০২৩ প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছেন নেত্রকোনার জামালুল কুরআন মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার হাফেজ মুহাম্মদ সালমান ফারসী, তৃতীয় হয়েছেন জামালুল কুরআন মাদরাসার হাফেজ মুহাম্মদ ইরশাদুল ইসলাম। আর চতুর্থ স্থান অর্জন করেছেন মাদরাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল হাফেজ ইহতেশামুল হক হীরা।
আজ বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে শুরু হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা হাফেজ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ পেয়েছেন চার লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী হাফেজ মুহাম্মদ সালমান ফারসী পেয়েছেন তিন লাখ টাকা। আর তৃতীয় স্থান অর্জন করা হাফেজ মুহাম্মদ ইরশাদুল ইসলাম দুই লাখ টাকা ও চতুর্থ স্থান অর্জন করা হাফেজ ইহতেশামুল হক হীরা এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এ ছাড়া প্রত্যেক প্রতিযোগিকে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ দেওয়া হয়, যার মূল্য লাখ টাকারও বেশি। এ ছাড়া প্রথম তিনজনের ওস্তাদদের দেওয়া হয় মোটরসাইকেল।
শাহ ইফতেখার তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ, আন্তর্জাতিক হাফেজ ও কারি সিলেকশন বোর্ডের হাফেজ কারি জহিরুল ইসলাম ও শাইখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পতাকাকে বিশ্বের মাঝে তুলে ধরছেন কুরআনের প্রতিযোগিরা। এ অনুষ্ঠানের সব প্রতিযোগীকে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আরও উপস্থিত ছিলেন কাতারের রাষ্ট্রদূত আলী মাহদি সাইদ আল কাহতানি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক মো. আবদুস সাত্তার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান, গুলশান জোনের ডেপুটি পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদ, সেন্টার ফর যাকাত ম্যানেজম্যান্ট চেয়ারম্যান নিয়াজ রহিম, ইনফিনিটি মেগামলের চেয়ারম্যান মো. জুনায়েদ, সেভয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ ও এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ বলেন, ‘১৫ বছরে পৌঁছেছে পিএইচপি কুরআনের আলো। অনুষ্ঠানটি শুরুর পর থেকে দেশ বিদেশে সাড়া ফেলেছে। ছোট ছোট শিশুরা পবিত্র কুরআনকে বুকে লালন করে যেভাবে প্রতিভা ছড়িয়ে দিচ্ছে তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তিনি বলেন, ‘আল্লাহর কুরআন ও সুন্নাহকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবন আরও সুন্দর হবে। সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ পবিত্র কুরআন নাজিল হয়েছে।’