সুষ্ঠু ভোটের পরিবেশ অনুকুলে নেই, সম্পাদকদের পাঠানো ধারণাপত্রের এমন মূল্যায়ন বাস্তব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের একথা বলেন তিনি।
এ সময় ইসি আহসান হাবিব বলেন, বিদ্যমান পরিবেশের আলোকে এটি লেখা হয়েছে। ভোটের পরিবেশ একেক সময় একেক রকম থাকে। বিদ্যমান পরিবেশে ভোটের আয়োজন করতে কমিশন বাধ্য।
তবে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন কমিশনে সমন্বয়হীনতার যে কথা বলা হয়েছে তা সঠিক নয়।
এর আগে ইসি সচিব জানান, আইনি বাধ্যবাধকতা থাকায় পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের তফসিল দেয়া হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনের সাথে এর কোনো সংঘর্ষ হবে না।
Drop your comments: