বাগেরহাট প্রতিনিধিঃ পূর্ব সুন্দরবনে অবৈধ ভাবে প্রবেশের দায়ে একটি ফিসিং ট্রলার ও দুইটি ডিঙ্গি নৌকাসহ ২৩ জেলেকে আটক করে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বন বিভাগ। শুক্রবার সকালে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ আরেফিন সিদ্দিকী এ জরিমানার টাকা আদায় করেন।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এফবি সুফিয়া নামের একটি ফিসিং ট্রলার সাগরে মাছ ধরে সুন্দরবনের মধ্যে থেকে ফিরছিল। বনরক্ষীদের টহল দলের সন্দেহ হলে ধাওয়া করে ১৫ জন জেলে ও ৩৫ মন মাছসহ ট্রলারটি আটক করতে সক্ষম হয় তারা। ট্রলারটিতে বন বিভাগের কোন পারমিট না থাকায় তাদের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। পরে সকালে ট্রলারের মাঝি পটুয়াখালীর কলাপাড়া এলাকার মোঃ শাহাদাৎ হোসেন বশিরের নামে সিওআর মামলা দিয়ে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।
অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবনের ধনচেবাড়িয়া এলাকায় অভয়ারণ্যের একটি খালে অবৈধভাবে মাছ ধরার সময় দুইটি ডিঙ্গি নৌকাসহ আট জেলেকে আটক করে বনরক্ষীরা। এসিএফ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে শরণখোলা ষ্টেশনের বনরক্ষীরা তাদের আটক করতে সক্ষম হয়। আটক জেলেদের বাড়ি শরণখোলা উপজেলার খুড়িয়াখালী ও সোনাতলা গ্রামে। পরে আটক জেলেদের পক্ষে খুড়িয়াখালী গ্রামের শাহাদাৎ হাওলাদারের নামে সিওআর মামলা দিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে সকালে তাদের ছেড়ে দেয়া হয়েছে।