সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তদের হাতে খালেদ নুর (৩২) নামে প্রবাস ফেরত এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মসজিদ সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত খালেদ নুর দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর ছেলে। তিনি মাস খানেক আগে দুবাই থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে হাসান আহমেদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে গ্রামের রাস্তা সংলগ্ন মসজিদের পাশের একটি ঝোপে নুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
পরে রাত সাড়ে ১১টার দিকে জাউয়াবাজার ও জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবকের মাথার পেছন দিকে গুরুতর জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, তার মাথার পেছনে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হত্যার পর মরদেহ ঝোপের মধ্যে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।