এখন থেকে রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ পাবেন রফতানিকারকরা। এক প্রজ্ঞাপনে ঋণের সুদহার কমানোর সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এতে খরা কাটবে রফতানিতে।
এতে বলা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের কারণে রফতানিকারকদের ক্ষতি পুষিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের ইডিএফের সুদ ২ শতাংশ থেকে দশমিক ২৫ শতাংশ কমিয়ে ১ দশমিক ৭৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে আরও জানানো হয়েছে, কোভিড-১৯ মহামারির মধ্যে ক্ষতিগ্রস্ত রফতানিকারকদের বিশ্ববাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে এ সুবিধা দেওয়া হয়েছে।
২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রফতানি উন্নয়ন তহবিল থেকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ দেবে। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন রফতানিকারকরা।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ৭ এপ্রিল রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ সাড়ে তিন বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার করা হয়।