রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে হেরেই চলেছে বাংলাদেশ লিজেন্ডস।
টানা তিন পরাজয়ের পর শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে মোহাম্মদ রফিকের দল। যদিও এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছেন মেহরাব হোসেন অপি, নাজিমউদ্দিন, আফতাব ও শরিফরা।
তবে বোলারদের সাদামাটা বোলিং আর ক্যাচ মিসের মহড়ায় হারের স্বাদই নিতে হয়েছে বাংলাদেশের সাবেকদের। দুই ম্যাচে অনুপস্থিত থেকে ক্যারিবীয় লিজেন্ডদের বিপক্ষে এদিন মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের সাবেক মিডিয়াম পেসার খালেদ মাহমুদ সুজন।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পেস বোলিং ছেড়ে তিনি ম্যাচে হয়ে উঠেছিলেন অফস্পিনার! সুজনের বোলিং অ্যাকশন পরিবর্তনের বিষয়টি নজর এড়ায়নি নেটিজনদের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে ওঠেন। তবে সুজনের বোলিংয়ের ধরন পাল্টেও খুব একটা লাভ হয়নি তার। তিন ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাবেক এ অধিনায়ক।
ভারতের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করেছিলেন বাংলাদেশের সাবেকরা। ওপেনিং জুটিতে ৮ ওভারে মেহরাব হোসেন অপি ও নাজিমউদ্দিন তোলেন ৬৪ রান। অপি করেন সর্বোচ্চ ৪৪ রান, নাজিমউদ্দিন ৩৩, আফতাব আহমেদ ৩১ ও মোহাম্মদ শরিফ ২৬ রানের ঝলমলে ইনিংস খেলেন।
১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পরে ৫১ বছর বয়সী কিংবদন্তি ব্রায়ান লারা ২৩ বলে ৩ চারে ৩১ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। ব্রায়ান লারার দল ৫ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখে সেই লক্ষ্য টপকে যায়। আব্দুর রাজ্জাক ৩৪ রানে ২ উইকেট এবং মুশফিকুর রহমান ও মোহাম্মদ রফিক একটি করে উইকেট নিয়েছেন। সোমবার নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ লিজেন্ডস।