আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে শিক্ষিকা নিজ সন্তানকে গলা টিপে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর শাহপরাণ নিপোবন এলাকায়। মায়ের নাম নাজমীন জাহান। তিনি প্রবাসী সাব্বির হোসেনের স্ত্রী। তিনি নগরীর একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সিলেট শাহপরাণ নিপোবন এলাকার বাসিন্দা প্রবাসী সাব্বির হোসেনের স্ত্রী নাজমীন জাহান তার ১ বছর পাঁচ মাস বয়সী শিশুকন্যা সাবিহা হোসেনকে গলা টিপে হত্যা করেন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকেই নাজনীন জাহানকে পুলিশ হেফাজতে নিয়ে এসেছে। প্রাথমিক ভাবে তিনি সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।