সিলেটের বিশ্বনাথে বাড়িতে ঘরের ছাদে টবের মধ্যে গাঁজা চাষ করছিলেন নুরুল ইসলাম (৩৫) নামে এক লন্ডন প্রবাসী।
খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ছাদে গাঁজা চাষের সন্ধান পান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
এ ঘটনায় লন্ডন প্রবাসী নুরুল ইসলামকে আটক করে সিলেটের ডিবি অফিসে নেয়া হয়েছে। আটক প্রবাসী উপজেলার দশঘর ইউনিয়নের মৃত শরিফ উল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দানকারী ডিবির অফিসার এসআই কল্লোল গোস্বামী।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি গাঁজার গাছসহ নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
Drop your comments: