দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ১৭ নভেম্বর থেকে সিলেট-মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।
ইউএস-বাংলা জানায়, সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুটি ফ্লাইট ছাড়বে এবং স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে মাস্কাটে পৌঁছাবে। আর, প্রতি মঙ্গল ও শুক্রবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে।
বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাট এবং বুধ ও রবিবার চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে মাস্কাট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক রুট গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দোহা, কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া, দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।