আবু তালহা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামে মৌমাছির আক্রমনে শিশুসহ আহত হয়েছেন প্রায় ৫০ জন। বর্তমানে কামারখন্দ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে এক জন শিশুসহ ৩০ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে রাস্তার ধারে থাকা মৌমাছির বাসায় চিল আক্রমণের ফলে মৌমাছি গুলো ক্ষিপ্ত হয়ে রাস্তার পথচারী ও স্থানীয় লোকজনের ওপর আক্রমণ চালায় এতে প্রায় ৫০ জন আহত হয়। এর মধ্যে কিছু লোক প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং কিছু স্থানীয় লোক কে চিকিৎসার জন্য হাসপাতলে পাঠানো হয়।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, বিকেলের দিকে মৌমাছির আক্রমণে আহত হয়ে ৭ জন শিশু সহ প্রায় ৩৫-৪০ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে কিছু লোক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে তবে এখনো ১ জন শিশু সহ ৩০ জন ভর্তি রয়েছে এর এরমধ্যে দুজনের অবস্থা কিছুটা গুরুতর।