সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্তরে অস্থায়ী পুলিশ চেকপোস্ট বসিয়ে, একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেন্সিডিল সহ মোঃ রঞ্জু (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশের একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি নিলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া মধ্যপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ রঞ্জু।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Drop your comments: