সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সেলিম রেজা নামে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিবাহু গ্রামে এ ঘটনা ঘটে।
রাজশাহীর নাচোল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ও তার ভাতিজা উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন রশিদ চাকরির সুবাদে বাহিরে থাকায় তাদের গ্রামের বাড়িতে থাকেন বড় ভাই ও সাবেক ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হাই চৌধুরী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
পুলিশ কর্মকর্তার ভাবি মাজেদা খাতুন বলেন, “রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে ১০ থেকে ১২ জনের ডাকাত দল সশস্ত্র অবস্থায় বাড়ির উত্তর দিকের টয়লেটের পাশের টিনের বেড়া ভেঙে আমাদের বসতবাড়িতে প্রবেশ করে। এরপর তারা উত্তর পাশের রুমের জানালার গ্রিল কেটে রুমে ঢুকে আমার স্বামী আব্দুল হাই চৌধুরী ও আমাকে ঘুম থেকে ডেকে তোলে। ডাকাতের দল আমার স্বামীকে চাকু দিয়ে আঘাত করলে তা প্রতিরোধের জন্য ডান হাত দিয়ে চাকু ধরে ফেললে তার হাতের তালু কেটে রক্তাক্ত হয়ে যায়। পরে ডাকাতের দল তার দুই হাটুতে এবং পেছনে অনেক আঘাত করে। ডাকাতের দল বাড়ির আলমারি, লেপ-কাঁথা রাখার বাক্সে ভাঙ্গে এবং বাড়িতে থাকা তিন লাখ টাকা ও এক ভরি পরিমাণে স্বর্ণের দুল নিয়ে বাড়ির পশ্চিম পাশের টিনের গেট ভেঙ্গে বেরিয়ে চলে যায়।”
স্থানীয়রা জানিয়েছে, একই রাতে নওগাঁ ইউনিয়নের শাকই গ্রামের শফিকুল ইসলামের বাড়িতেও চুরি হয়েছে। সেখানে গেটের তালা ভেঙে বাড়ি ভেতরে প্রবেশ করে বিষাক্ত গ্যাস স্প্রে করে সবাইকে অজ্ঞান করে। বাড়িতে থাকা নগদ ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে প্রতিবেশীরা ওই বাড়ির সবাইকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় শফিকুলের স্ত্রী ময়না (৪২), ছেলে মনিরুল ইসলাম (২৪), মাসুদ রানা (১৮) আহত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, ‘বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।